৫ ফেব, ২০১০

স্বল্প খরচে মাইক্রোস্কোপ

মনিরুল ইসলাম নাবিল

আচ্ছা ২-৩ টাকায় কি মাইক্রোস্কোপ বানানো যায়? হ্যাঁ, তা তো যায়। কিন্তু তা দিয়ে যদি জটিল মাইক্রোস্কোপের মত ৫০-৭০ গুণ বড় দেখা যায়, তাহলে? নিশ্চয়ই এমন একটামাইক্রোস্কোপ নিজের কাছে থাকলে দারুণ একটা ব্যাপার হবে। যখন যা খুশি দেখতে পারা যাবে। কি ভাবে বানানো যাবে তাই বলি।

প্রয়োজনীয় যন্ত্রপাতি:
১) সরু একটি গ্লাস রড
২) স্লাইড

প্রথমে চুলার আগুনে গ্লাসরড উত্তপ্ত করতে হবে। উত্তাপে নরম হয়ে ধীরে ধীরে রডের মাথা গোল হয়ে আসবে। তখন প্লায়ার্স কিংবা অন্য ধারালো  কিছু দিয়ে মাথার গোল অংশ আলাদা করতে হবে।  এ গোল অংশই আমাদের লেন্স। এবার ছবির মতো স্লাইড, শক্ত কাগজ ইত্যাদি দিয়ে মডেলটি তৈরি করতে হবে। রাবার ব্যান্ড দিয়ে স্লাইড কাগজের সাথে আটকে নিলে দেখতে সুবিধা হয়। মাইক্রোস্কোপটি আরেকটু সুবিধাজনক করতে এল ই ডি বাল্বের মাথার অংশ দ্বিতীয় লেন্স হিসেবে সংযুক্ত করা যায় (১ম লেন্সের পাশাপাশি)। দ্বিতীয় লেন্সটির বিবর্ধন ক্ষমতা কম।





দুটি লেন্সেরই সমান অংশের পরিবর্তে গোল অংশ দিয়ে তাকালে অপেক্ষাকৃত বড় এবং পরিষ্কার দেখা যায়। এদের সঠিক  বিবর্ধন ক্ষমতা নির্ণয়, একটি উন্নত ও সুবিধাজনক মডেল তৈরির জন্য বর্তমানে অনুসন্ধিৎসু চক্রের সদস্যরা কাজ করছেন।

খরচ:
গ্লাসরড দশ টাকা (গ্লাসরড লম্বা তাই অনেকগুলো লেন্স বানানো সম্ভব)
স্লাইড ১-২ টাকা

সাবধানতা:
গ্লাসরড গলাতে চুলার আগুন ব্যবহার করতে হবে বলে সাবধান থাকতে হবে, কেননা আগুন হতে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। উত্তপ্ত গ্লাসরড হাত দিয়ে ধরা যাবে না।



এই লেখাটি খবর-দার জানুয়ারি 2010 সংখ্যায় প্রকাশিত
আরো তথ্যের জন্য ক্লিক করুন

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন