অনুসন্ধিৎসু চক্র (অচ) একটি বিজ্ঞান সংগঠন বা বিজ্ঞান ক্লাব ।
প্রগতি ও শান্তির জন্য বিজ্ঞান - এ আদর্শকে সামনে রেখে তিন দশক ধরে কাজ করছে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন। বিজ্ঞান চর্চার প্রসারে দেশের নানা স্হানে এর শাখা রয়েছে। বাংলাভাষায় গণমানুষের কাছে সহজভাবে বিজ্ঞানের প্রসারে এ সংগঠনের বহুবিধ কার্যক্রম রয়েছে।
বর্তমানে অনুসন্ধিৎসু চক্র দেশব্যাপী বিজ্ঞান গণসাক্ষরতা অভিযান পরিচালনা করছে। নিয়মিত বিজ্ঞান সভা, আলোচনা,প্রকল্প তৈরী, জনসচেতনতা মূলক কার্যক্রম, বইপড়া প্রতিযোগিতা, কৃষি সহায়ক কার্যক্রম, জ্যোতির্বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের ইতিহাস নিয়ে প্রদর্শনী, কুসংষ্কার বিরোধী প্রচার, অনুসন্ধিৎসু বিজ্ঞান গ্রন্হমালা এসব নিয়ে চক্র কার্যক্রম অব্যাহত রেখেছে। অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি যৌথভাবে তৈরি করেছে দেশের প্রথমও একমাত্র ভ্রাম্যমাণ বিজ্ঞানও প্রযুক্তি জাদুঘর।
অনুসন্ধিৎসু চক্রের আদর্শ ও উদ্দেশের্ সাথে একমত পোষণকারী যে কেউ অচ-র সদস্য হতে পারেন। চক্র তার কার্যক্রমে যুক্ত হয়ে বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকল বিজ্ঞান অনুসন্ধিৎসুদের আহবান জানাচ্ছে।
আপনিও যোগ দিতে পারেন আমাদের এ চলার পথে।
কেন্দ্রীয় ঠিকানা:
48/1, দক্ষিণ মুগদা পাড়া,
ঢাকা, 1214।
মেইল করুন:
achokroএটgmail.com
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন