প্রগতি ও শান্তির জন্য বিজ্ঞান - এ আদর্শকে সামনে রেখে তিন দশক ধরে কাজ করছে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন। বিজ্ঞান চর্চার প্রসারে দেশের নানা স্হানে এর শাখা রয়েছে। বাংলাভাষায় গণমানুষের কাছে সহজভাবে বিজ্ঞানের প্রসারে এ সংগঠনের বহুবিধ কার্যক্রম রয়েছে।

অনুসন্ধিৎসু চক্রের আদর্শ ও উদ্দেশের্ সাথে একমত পোষণকারী যে কেউ অচ-র সদস্য হতে পারেন। চক্র তার কার্যক্রমে যুক্ত হয়ে বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকল বিজ্ঞান অনুসন্ধিৎসুদের আহবান জানাচ্ছে।
আপনিও যোগ দিতে পারেন আমাদের এ চলার পথে।
কেন্দ্রীয় ঠিকানা:
48/1, দক্ষিণ মুগদা পাড়া,
ঢাকা, 1214।
মেইল করুন:
achokroএটgmail.com
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন