মনিরুল ইসলাম নাবিল
বর্তমানে আমাদের কাছে অতি পরিচিত একটি যন্ত্র হল মোবাইল বা সেল ফোন। প্রায় সবার হাতেই রয়েছে একটি করে সেলফোন। আর যাদের নেই তারাও ব্যবহার নিশ্চয়ই করেছেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি হাতের এই ছোট যন্ত্রটি কাজ করে কিভাবে? কেনই বা একে সেলফোন বলা হয়?
আমাদের বর্তমান যুগে সেলুলার ফোন পদ্ধতিতে সমগ্র শহরকে কতগুলো ছোট ছোট অংশ বা কোষে (সেল) ভাগ করা হয়। প্রতিটি অংশে আলাদা বেস স্টেশন ও এন্টেনা থাকে। এসব এন্টেনা থেকে খুব দুর্বল তরঙ্গ চারদিকে এমনভাবে পাঠানো হয় যেন তা ঐ সেলের বেশি বাইরে যেতে না পারে। ফলে একই চ্যানেল দূরের অন্য কোন সেলেও ব্যবহার সম্ভব হয়। আর তাই একসাথে অনেক লোক মোবাইল ফোন ব্যবহার করতে পারে অনায়াসে। পুরো শহরকে কোষের বা সেলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় বলেই এই ফোনের নাম হয়েছে সেলফোন। প্রকৃতপক্ষে মোবাইল ফোন আর কিছুই না , একটি রেডিও। তবে খুব সূক্ষ্ণ ও দ্বিমুখী রেডিও।
ভালভাবে বোঝার জন্য ওয়াকি-টকির সাথে এর তুলনা করা যেতে পারে। ওয়াকি-টকিতে কথা বলার সময় একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ফলে একবারে একজনের বেশি কথা বলতে পারে না। একজন