৩১ মে, ২০১০

নকল মেঘ


প্রশ্ন: নানা রকম মেঘ দেখা যায় আকাশে । কোনটা সাদা, কোনটা কালো, কোনটা জমাট, কোনটা আবার পেঁজো তুলোর মতো। সব মেঘই কি এক এবং এতে বৃষ্টি হয়?
উত্তর: বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে তা জমাট বেঁধে বৃষ্টি নামে। আকাশের এই জমাট বাষ্পকেই মেঘ বলে। তবে সব মেঘেই বৃষ্টি হবার মত পর্যাপ্ত জলীয় বাষ্প থাকে না বা সব মেঘের নামও এক নয়। যেমন- যে মেঘে বৃষ্টি হয় না, তার নাম আবর্ত মেঘ। যে মেঘে বৃষ্টি হলেও হতে পারে তার নাম পুষ্কর মেঘ। যে মেঘ সচরাচর বৃষ্টি দেয় এবং সে বৃষ্টিতে ভালো
ফসল হয় তার নাম দ্রোহা মেঘ। যে মেঘে
প্রচন্ড বৃষ্টি হয় তার নাম সংবর্ত মেঘ। সন্ধ্যা বেলা যে মেঘ লাল দেখি তার নাম সিদুরে মেঘ। ঝড়ের পূর্বে যে ধূলো রঙের মেঘ দেখা যায় তার নাম ধূলি মেঘ। ঘন কালো মেঘের নাম বাদল মেঘ। শরতের রাতের আকাশে যে স্তরে স্তরে সাজানো মেঘ থাকে তার নাম স্তর মেঘ। গ্রীষ্মকালে ও বর্ষাকালে হাজার পাঁচেক ফুট উপরে আকাশের দিকে যে স্তুপকার মেঘ দেখা যায় তার নাম পুঞ্জ মেঘ। এই মেঘে বেশি জল জমে গেলে নেমে আসে বৃষ্টি হয়ে। তখন আবার এর নাম হয় কিউ মিউলো নিম্বাস মেঘ।
এই মেঘ মাটি থেকে পাঁচ ছয় মাইল উপরে থাকে। ভোর বেলায় বা বিকালে এই মেঘ দেখা যায় বড় বিচিত্র নকশায়। সেই নকশায় নানা জিনিস কল্পনা করা যায়। যেমন: উড়ন্ত হাঁস, পাখি, বিভিন্ন জীবজন্তু। অনেক উঁচুতে থাকে বলে এরা মিহি বরফ কণা নিয়ে দূর আকাশেই ভেসে বেড়ায়, মাটিতে নেমে আসে না। অর্থাৎ এই মেঘে বৃষ্টি হয় না।

তথ্যসূত্র: এ বুক অফ নলেজ
সামিয়া ইসলাম

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন