৮ নভে, ২০০৯

খবর-দার :: কি ও কেন?



খবর-দার একটি পরীক্ষামুলক ত্রৈমাসিক বিজ্ঞান পত্রিকা। এটি একটি লিটল ম্যাগাজিন।


বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের রয়েছে আঠারোটি শাখা। এরই একটি হলো মুগদাপাড়া শাখা। এ শাখার পত্রিকা হলো খবর-দার। খবর-দার নামটি নেয়া হয়েছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বিজ্ঞান কি ও কেন বইটি থেকে - যার অর্থ যে খবর দেয়, ইন্দ্রিয়।

খবর-দারের যাত্রা শুরু হয়েছিলো 2006 সালের অক্টোবর মাস থেকে। এখনো খবর-দার নিয়মিত বের হয়ে যাচ্ছে। প্রথম এক বছর খবর-দার হাতে লিখে ফটোকপি করে বের হতো। এখনো ফটোকপির মাধ্যমেই পত্রিকাটি প্রকাশ করা হয়।

আমাদের পত্রিকার স্লোগান হলো,
বিজ্ঞান হোক যুক্তিতে,
গণমানুষের মুক্তিতে॥


পত্রিকাটি পরীক্ষামুলক, কেননা এর মাধ্যমে সদস্যরা
- লেখালেখি শিখছেন
- পত্রিকার কাজগুলি শিখছেন
- ন্যুনতম কি পুঁজি করে একটি পত্রিকা বের করে চালিয়ে রাখা যায় তা শিখছেন

খবর-দার ব্লগে খবর-দারের পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও খবর-দারে প্রকাশিত বিভিন্ন লেখাও আমরা এখানে দেব।

খবর-দার পত্রিকায় লিখতে চান? মেইল করুন, ac.arafatএটgmail.com ।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন