১৪ ডিসে, ২০০৯

ঔষধ সতর্কতা :: আমরা ঔষধ সম্পর্কে কতটুকু জানি?

নাজনীন আক্তার

 দৈনন্দিন জীবনে অনেক কিছু খাওয়ার সাথে সাথে আমরা মুড়ির মত ঔষধও খাই। মুড়ির মত খাওয়া মানে হিসাবহীন ভাবে না জেনেই খাওয়া। একটু মাথাব্যাথা, সর্দি, কাশি, জ্বর? প্যারাসিটামল কোথায়? শরীর দুর্বল? ভিটামিন কোথায়? এভাবেই না জেনেই প্রতিনিয়ত আমরা প্রচুর ওষুধ খাচ্ছি। ভাত খাওয়ার মত ওষুধ খাওয়া এখন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর তাইতো প্রতিবছর ওষুধ কোম্পানীগুলো কোটি কোটি টাকা আয় করছে।


আমাদের দেশে বর্তমানে বেক্সিমকো, নাভানা, একমি, স্বয়ার, এ.সি.আই এর মত মোট ১০টি নামকরা কোম্পানির ওষুধ বাজারে প্রচুর পাওয়া যায়। অনেক সময় আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই সামান্য শারীরিক সমস্যাতেই ওষুধ খাচ্ছি।  বর্তমানে এমন বাসা খুব কমই দেখা যায় যেখানে প্যারাসিটামল গ্রুপের অন্ততপক্ষে ১টি ওষুধও নেই। এই যে আমরা এত ওষুধ খাচ্ছি প্রতিনিয়ত, আমরা কি জানি কোন ওষুধ কেন দরকার, এটি খেলে আমাদের কতটুকু ভাল হবে বা পরবর্তীতে কতটুকু ক্ষতি হবে? আসুন, আমরা জেনে নেই আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ওষুধ কতটা দরকার এবং কোন ওষুধ কতটা কার্যকরী।

প্যারাসিট্যামল গ্রুপ:
এই  গ্রুপের ওষুধগুলো হচ্ছে নাপা, এইস্ ইত্যাদি যা বহু প্রচলিত। জানেন এই ঔষুধগুলোর কাজ কি? এই গ্রুপটি শরীরের তাপ নিয়ন্ত্রণ করে অর্থাৎ জ্বরের জন্য দরকার হয় এবং মাথা ব্যাথার জন্যও ডাক্তাররা এটি খাওয়ার পরামর্শ দেন। কিন্তু আমরা এসব লক্ষণ ছাড়াও সামান্য ব্যাথাতেই এই সব ওষুধগুলো খাই।