২৯ নভে, ২০০৮

কিছু প্রস্তাবনা

১) নেটে খবর-দারের বিগত সকল ইস্যু ডাউনলোড করতে দেয়া যেতে পারে।
২) খবর-দারে কাজ করতে গিয়ে আমাদের একটা ভালো সময় ব্যায় করতে হয় লেখা কম্পোজের পেছনে। যেহেতু আমাদের অধিকাংশ সক্রিয় সদস্যদের বাসায় কম্পিউটার আছে সেহেতু যার লেখা তাকে কম্পোজ করে দেয়া উচিত।
৩) লেখালেখি শেখা আর যথেষ্ট লেখার যোগান সবসময় থাকার জন্য আমাদের নিয়মিত প্রতিবেদকদের প্রতিসংখ্যায় ন‌্যূনতম দুইটি লেখা লিখতে উৎসাহিত করা দারকার

2 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Your proposals are quite good. But I think theses should be given in a meeting of KHOBORDAR EDITORS PANEL.

নামহীন বলেছেন...

এগুলো খবর-দারের অভ্যন্তরীণ বিষয়।ব্লগে এর গুরূত্ব কতখানি।

একটি মন্তব্য পোস্ট করুন